অভিনেতা বা অভিনেত্রীর ছেলে বা মেয়ে অভিনেতা বা অভিনেত্রী হওয়া মানে এই নয় যে তার সন্তানের থেকে প্রতিভা এবং সৌন্দর্যে এগিয়ে আর কোন ছেলে বা মেয়ে দেশে নেই । লাইম লাইটে আসার সৌভাগ্যটা সবার হয় না, জন্ম সুত্রে যে সোনার চামচ মুখে জন্ম নেই তার জন্য পৃথিবীর সংগ্রাম যত সহজ, ঠিক ততগুন কঠিন জীবন সংগ্রামে পতিত হয় যে বস্তির কুঁড়েঘর এ জন্ম নেয়। সাধারনের থেকে সুযোগ পেলেও কিছু করা সম্ভব তা হাল আমলের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্রকৃষ্ট উদাহরণ ।আসলে সাফল্যের চুড়া থেকে জন্মগতভাবে/জন্মসূত্রে আমরা একেকজন একেক রকম দুরত্বে অবস্থান করি ।সাফল্যের চুড়া যার কাছে জন্মগত ভাবে যত কাছে থাকে সে তত দ্রুত সাফল্য বা যোগ্যতা অর্জন করে ।আবার সব কাজ সবাইকে দিয়ে হয়না । একটা মাছ গাছে উঠতে পারে কিনা, সেই মাপকাঠিতে পরিমাপ করলে মাছ চিরটি কাল আপনার চোখে অযোগ্য, অকর্মা থেকে যাবে, কারন সে গাছে উঠতে পারেনা সেজন্য ।কিন্তু একবার তিনি কি ভাবেন যিনি বলেন যে মাছ গাছে উঠতে পারেনা, ডাঙায় শ্বাস নিতে পারেনা । কিন্তু তিনি কি ভাবেন যে তিনি মাছের মত পানির নিচে শ্বাস গ্রহন করতে পারেননা । এভাবে ভাবলে দেখা যাবে যে মাছ যা পারে, যেটা দেখে ও ভাবে সেটা আমরা পারিনা । এ জন্যই বলছি যোগ্যতার বিচার আপেক্ষিকতা ও ভাববার অ্যাঙ্গেল বা দৃষ্টিকোন থেকে আপেক্ষিক ।ভূমিকা বা শুরুর অংশেই বলেছি সুপ্রিয় পাঠক যে এই বইয়ের মূল থিমই হলো আপেক্ষিকতা ।আপনারা স্বাভাবিক চোখে যা দেখেন, যা শোনেন, যেটা বোঝেন, সেটা শুধু চর্মচোখে না দেখে আপেক্ষিকতার দৃষ্টিকোন থেকে একটু উল্টেপাল্টে দেখুন দেখবেন সৃষ্টির অনেক ছোটখাটো রহস্য, সৃষ্টিরহস্য সহ মনের গহীনে জমা ব্যাক্তিগত ও সামাজিক অনেক প্রশ্নের উত্তর আপনি নিজ থেকেই পেয়ে যাবেন ।আর মনে নির্দিষ্ট একটা মানসিকতাকে আকড়ে ধরে বা নির্দিষ্ট একটা মানসিকতার দলবাজী না করে বা পক্ষ না নিয়ে মনকে ভাববার স্বাধীনতা দিন, দেখবেন সত্যটা এমনিতেই বেরিয়ে আসবে। অনেক অজানা প্রশ্নের উত্তর, আপনার জীবনের অনেক সিদ্ধান্তহীনতাতে আটকে থাকা কাজ করবেন কি করবেন না ,
(১০৭)
-এর মীমাংসা হয়ে যাবে ।জীবনে আমরা সবকিছুতে কনফিউশন এ ভুগি, কাজটা কি করবো, না করবনা এসব নিয়ে ভেবে আমাদের অনেক খানি সময় চলে যায় বা অনেক সময় কাজটা করা হয়ে ওঠেনা। একটা জিনিস ভাববেন জীবনের খাতায় বা ইতিহাসের পাতাতে কনফিউশন এর জন্য কোন যায়গা থাকেনা ।ইতিহাসের পাতা লেখে জয়ী এবং পরাজিতের ইতিহাস ও নাম। আপনি পরীক্ষাতে জিপিএ-০৫ পাননি এই বাজে স্মৃতি আঁকড়ে ধরে থেকে লাভ হবেনা, প্রেমে ব্যার্থ হয়েছেন, প্রেয়সী আপনাকে ছেড়ে চলে গেছে , এই চিন্তাতে আপনি নেশা ধরলেন, জীবনের আশা ছেড়ে দিলেন এটা কখনোয় সমাধান হতে পারেনা, জীবন এত ছোট নয়, এত ঠুনকো নয় ভাই।ব্লেড রানার খ্যাত অস্কার পিসটোরিয়াস যদি দুটো পা না থেকে বিশ্ব এথলেটিক্স এ দৌড়বিদ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, কে এফ সির মালিক কলনেল স্যান্ডার্স যদি ৭০ বছর এ প্রতিষ্ঠিত হতে পারেন, জীবনকে নিয়ে নতুন করে সপ্ন দেখতে পারেন, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা জীবনে কোন দিন চাকুরির চেষ্টা করে না পেয়েও আজ আলিবাবার প্রতিষ্ঠাতা, একবার একটা চাকুরীর পরীক্ষা এত সোজা হয়েছিল যে সকল চাকুরি প্রার্থী চাকুরী পেয়ে গিয়েছিলো, শুধুমাত্র তিনি বাদ পড়েছিলেন, আর সেই মানুষটি কিনা এখন পৃথিবীর হাতেগোনা ধনীর ভিতর একজন, জাস্ট ভাবা যায়না, অর্থাভাবে শতাব্দীর সেরা কয়েকজন হলিউড একশন হিরোর একজন একশন রকি-রাম্বো খ্যাত অভিনেতা সিল্ভেস্টার স্ট্যালোনকে একসময় অভাবের তাড়নাতে তার পোষা কুকুরটা মাত্র কয়েক ডলারে বিক্রি করে দিতে হয়েছিল, পরবর্তীতে তার পরিশ্রম প্রতিষ্ঠা এবং খ্যাতি তাকে এত টাকার মালিক করে দেয় যে তিনি পরবর্তীতে তিনি তার সেই কুকুরটি কয়েকশো গুন বেশি টাকা দিয়ে কিনে নেন, দি ব্যান্ডিট কুইন বা দস্যু রাণী খ্যাত ফুলন দেবী ১৭ দিন পাশবিক নির্যাতনের শিকার হয়েও আর ০৫ টা মেয়ের মত আত্মহত্যা না করে জীবনে কামব্যাক করেন। আসলে মানব ক্ষমতার অদ্ভুত একটা শক্তি আছে সেটা মানুষ ভেদে ভিন্ন হয়ে থাকে। আপনি জানেন গুগল ম্যাপে যত তথ্য রয়েছে তার পরিমাণ ২০ পেটাবাইট আর মানুষের মস্তিস্কে যে তথ্য আছে ।
(১০৮)
1 ping
[…] কালোজাদু-পৃষ্ঠা-১০৭+১০৮ […]