Friday, June 3, 2022

মেহজাবিন আর বিজয় দেবারাকোন্ডার কথা কি ভুল?বাংলা সিনেমা বা উপমহাদেশীয় সিনেমা কেন বিশ্বমানের নয় ?

   আসলে সিনেমা হলো কোন অঞ্চলের শিল্প ,      সাহিত্য,সংস্কৃতি,সামাজিক অবস্থা আর সেখানকার মানুষ তথা দর্শকের পছন্দ,অপছন্দের প্রতিচ্ছবি। নিত্য জীবনের , ব্যাক্তি জীবনের ,ও অতীত ,বর্তমান ,ভবিষ্যতের বা ইতিহাসের ,বা উপন্যাসের যে কোন ঘটনাপ্রবাহকে সেলুলয়েডের ফিতায় বন্দী করাকে ফিল্ম বা চলচ্চিত্র বলা চলে।


পীর হযরত বাগানশাহ (রহঃ)এর মাজার



পীর হযরত বাগানশাহ রহঃ এর মাজার শরীফ ,শাহপুর ,আড়পাড়া,যশোর


 কয়েক শতাব্দী প্রাচীন কিংবদন্তীর পীর হযরত বাগানশাহ (রহঃ) এর মাজার শরীফ এর কথা কেন জানিনা যশোর র কোন ইন্টারনেট ডাটাবেজ এ বা গুগল সার্চ এ কোন তথ্য পেলাম না ।শৈশব এর ফেলে আসা গ্রামের স্মৃতিতে ভাস্বর এই মাজারটির নাম দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে নিচের চিত্রর মত দেখাবে তা হয়না ।

প্রিয় যশোর

সুপ্রাচীন ইতিহাস ঐতিহ্যের শহর যশোরে আমার জন্ম । গৌড়ের যশ হরণকারী যশোহর যেমন ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধশালী তেমনি এর প্রকৃতিও অপরূপা অপূর্ব রূপসী বাংলার প্রতিচ্ছবি । ছবিগুলো ইন্টারনেটে যশোরকে তুলে ধরার জন্য আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র ।

এই ছবিটির ক্লিক ২০১৪ এর যেকোন একটা সময় ,স্থানটি ছিলো চাঁনপাড়া যশোর , যশোরে আমার ভ্রমণের জন্য শৈশব থেকে প্রিয় আর অসম্ভব রূপসী বাংলার প্রতিচ্ছবি । দিগন্তজোড়া তেপান্তরের মাঠের মাঝে পুলটার উপর দাড়ালে নিমিষেই যান্ত্রিকতা ভুলে যেতে হয় । স্থানীয় ভাবে যায়গাটির নাম ধানঘাটার পুল
ক্যামেরা -FUJI FINE PIX JV 300
photography by mehbub

বৈদ্যনাথতলা মেলা যশোর



মেলার স্থান - পাঁচবাড়িয়া কনেজপুর-কাছারিপাড়া ,বৈদ্যনাথতলা, সদর ,যশোর ।

তারিখ-প্রতি বছর বৈশাখ মাসের শেষ সোমবার


কিংবদন্তী ও মেলার উৎপত্তি - স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এই মন্দিরের বিগ্রহ পাথরটি আনুমানিক ২০০ থেকে ৩০০ বছর আগে খরস্রোতা স্রোতস্বীনি বুড়ি ভৈরবের পানিতে ভেসে আসে এবং তৎকালীন সময়ে এই কনেজপুর ঘাটে এসে ডুবে যায় ।এলাকার জনৈকা অশীতিপর বৃদ্ধা এক মহিলা স্বপ্নে দেখেন তিনি

 


 মেলার স্থান - পাঁচবাড়িয়া কনেজপুর-কাছারিপাড়া ,বৈদ্যনাথতলা, সদর ,যশোর ।

তারিখ-প্রতি বছর বৈশাখ মাসের শেষ সোমবার

কিংবদন্তী ও মেলার উৎপত্তি - স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এই মন্দিরের বিগ্রহ পাথরটি আনুমানিক ২০০ থেকে ৩০০ বছর আগে খরস্রোতা স্রোতস্বীনি বুড়ি ভৈরবের পানিতে ভেসে আসে এবং তৎকালীন সময়ে এই কনেজপুর ঘাটে এসে ডুবে যায় ।এলাকার জনৈকা অশীতিপর বৃদ্ধা এক মহিলা স্বপ্নে দেখেন তিনি

 

ভূত এফ এম


ভূত এফ এম , দ্যা নাইট কামস দ্যা অ্যালাইভ , উইথ গ্রামীণফোন , অথবা হন্টেড বাই এয়ারটেল, সাথে হাড় হিম করা ভৌতিক আবহ সংগীত । উপস্থাপনার কন্ঠস্বর প্রিয় উপস্থাপক আরজে রাসেল ভাই ।আমরা যারা ভূতের গল্প প্রিয় আছি এবং ভূত এফ এম প্রেমী আছি তাদের কাছে শুক্রবার রাতে রেডিও ফুর্তি ৮৮.০ তে রাত ১২ টা মানে কাঙ্খিত এক অনন্য মুহুর্ত ।ভূত আছে কি নেই এই প্রশ্ন সার্বজনীন । বিজ্ঞান বলে ভূত নেই । তবুও ভূতের গল্পের আবেদন অন্যরকম আমাদের কাছে ।ভূতের গল্পের কার্যকরীতা ও ফিলিংস বা অনুভূতি যাই বলিনা কেন এটা অনুভব করতে গেলে রাত ১২টা উপযুক্ত সময় ।

প্রিয় রাসেল ভাই

ভূত এফ এম শুরু হয় ১৩ আগস্ট ২০১০ সালে ।১০ মিনিট ৪১ সেকেন্ডের প্রথম এপিসোড শুরু হয়েছিল সুমন ভাইয়ের ভৌতিস্ট টিমের একটা হন্টেড বাড়ির গল্প নিয়ে।

পারমাণবিক বোমা অভিশাপ নয় আশীর্বাদ

 পারমাণবিক বোমা নামটি শুনলে ভেসে ওঠে ১৯৪৫ সালের ০৬ আগষ্ট জাপানের হিরোশিমাতে বিস্ফোরিত লিটল বয় এবং ০৯ ই আগষ্ট নাগাসাকিতে বিস্ফোরিত ফ্যাটম্যান নামের দুই বিভিষীকা দানবের কথা ।মানব ইতিহাস সব থেকে সংক্ষিপ্ত সময়ে ধ্বংশলীলা প্রত্যক্ষ করেছিল সেদিন । যার শোকস্মৃতি আজো বিশ্ববাসীর কাছে অম্লান ।


কি আমি ?

এই পৃথিবীতে মানব হিসেবে আগমন ।তো এই পৃথিবীতে মানব হিসেবে তো ভালোই আছি । আল্লাহ তায়ালার অশেষ রহমতে স্থায়ী একটা কর্মে কর্মরত আছি ,বেশ আছি ।দিব্যি অবসরে আত্বীয় বাড়িতে ঘুরে ,ভালো মন্দ খেয়ে ,কর্মদিবস থেকে ছুটির দিন ভালোই কেটে যাচ্ছে ।


download bhoot fm all 2010-2019

 


ডাউনলোড লিংক নিচে 

টাইম মেশিন আর অমরত্ব আবিষ্কারের যত অসুবিধা

বিজ্ঞান তার আবিষ্কারের মাধ্যমে আমাদের জীবন ব্যবস্থাকে করেছে অভূতপূর্ব সুবিধামন্ডিত ও সাফল্যমন্ডিত ।অভূতপূর্ব বললাম এ জন্য যে এই পৃথিবীতে আজ থেকে ৩০ বছর আগেও মানুষ যা আবিষ্কার হবে ভাবতোনা তা আবিষ্কার হয়েছে এবং মানুষ তা ব্যবহারও করছে ।১০০ বছর আগে যা আবিষ্কারের কল্পনা করাও ছিল অসম্ভব সেগুলো এখন আবিষ্কার হয়ে অলরেডি মানুষ ব্যবহার করছে ।এ প্রসঙ্গে একটা উদাহরণ বলি , আমার নানা ছিলেন বিজ্ঞান ,ইতিহাস,ধর্ম এসব বিষয়ে আগ্রহী । আমার সাথে বিভিন্ন সময়ে বিজ্ঞান প্রসঙ্গে আলোচনাতে বসতেন আমারও সমান আগ্রহ এই বিষয়গুলোতে ।তো নানার একটা কথা সব সময়ই আমার মাথায় খেলে , ((এই কথাটা যখন বলতেন তখন আমার বয়স ১৫ )) তোদের বয়সে আমরা কি কখনো ভেবেছি শেষ বয়সে মোবাইল নামক একটা আবিষ্কৃত যন্ত্র পাবো ?


প্রেম করে বিয়ে করে কেউ সুখী হয়না

 আমাদের সমাজে দেখা যায় একটা বিতর্ক আছে।প্রেম এর বিয়ে ভালো নাকি দেখাশোনার বিয়ে? মানে এরেন্জ ম্যারিয়েজ না লাভ ম্যারিয়েজ?

এক্ষেত্রে আসলে দেখা যায় সংসারের ক্ষেত্রে এরেন্জ ম্যারিযেজটাই ভালো।

কেন ভালো এবার সেটা বলি।মুল কথা হলো 



ভয়ংকর নারী ?পুরুষ ?

নারী শব্দটি শুনলে আমাদের মনের মানসে  ভেসে ওঠে সুন্দরী, কোমল, মায়াময়, মোহময় এক ভালোলাগার প্রতিমূর্তি।কথাগুলো চিরাচরিত সত্য।অধিকাংশ নারী মাত্রই স্নেহময়ী,মমতাময়ী,কোমল।কিন্তু এই লেখাটি আউট অফ রুল শতকরা কিছু নারী আর কিছু পুরুষকে নিয়ে লেখা।এই সংখ্যাটা


Saturday, February 9, 2019

উৎসর্গ


মা-বাবা





কালোজাদু THE BLACK MAGIC (২০১৮) সম্পূর্ণ বই এখানে




bv cvVK GwU ‡Kvb Kv‡jvRv`y ev Zš¿g‡š¿i eB bq | GB eB‡Z Avwg ‡`Lv‡Z ‡Póv K‡iwQ wKfv‡e nvRvi nvRvi eQi c~e© ‡_‡K ïiæ n‡q Av‡Rv Avgv‡`i gv‡S wfbœ iƒ‡c GB weÁvb I c«hyw³i ¯^Y©hy‡M wU‡K Av‡Q Kv‡jvRv`y | ejv ‡h‡Z cv‡i nvRvi nvRvi eQi a‡i P‡j Avmv AwggvswmZ inm¨¸‡jvi Z_¨c~Y© I ‡hŠw³K SECRET REVEALED UvB‡ci GK wbtk¦v‡m c‡o ‡djevi gZ eB | G‡j‡g‡jv , LvcQvov ,m~PxcÎwenxb  ‡jLv g‡b n‡Z cv‡i , wKš‘ GB eB‡qi GKgvÎ g~j w_g n‡jv Avgv‡`i eZ©gvb weÁvb Gi DrcwË ‡Kv_v ‡_‡K wKfv‡e  Avi Avm‡j AvR‡Ki weÁvbB wK hv`ywe`¨v GB in‡m¨i mÜv‡b c«K…Z mZ¨ m¤^‡Ü Rvb‡Z c«vmw½K Ac«vmw½K D`vniYg~jK wKQyUv ev‡R eKv  ?‡m Rb¨ m~PxcÎ wb®ú«‡qvRb|cy‡ivUv bv co‡j w_g aiv ‡`‡ebv| ZvB  cov ‡k‡l Avcbvi Kv‡Q cwi®‹vi n‡q hv‡e , wKfv‡e myc«vPxb gvbe mf¨Zvi ïiæ ‡_‡K Av‡Rv ch©šÍ GK inm¨gq kw³ , GK kw³kvjx ¸ßwe`¨v hy‡M hy‡M bvbv iƒ‡c gvbe mf¨Zv I c…w_ex‡K wbqš¿b Ki‡Q,hv me hy‡M wQ‡jv ,eZ©gv‡b Av‡Q ,fwel¨‡Z&I Avm‡e Av‡iK iƒ‡c | MZvbyMwZK eB‡qi evB‡i GK bZyb mvm‡cÝ Gi mÜvb ‡c‡Z PvB‡j , Avcbvi cv‡k P‡j ‡eov‡bv ¸ßwe`¨vi aviK inm¨ gvbe ,mf¨Zv ,M‡elYv-M‡elK  wPb‡Z PvB‡j ‡e÷ eyK Kv‡jvRv`y  THE BLACK MAGIC –SECRET BEHIND THE SCIENCE -2018  

Friday, February 1, 2019

টেকটিউন্স এ আমি



টেকটিউন্স এ আমি  https://www.techtunes.co/techtuner/orionkh/

সামহোয়্যারইন এ আমি


সামহোয়্যারইন এ আমি  https://www.somewhereinblog.net/blog/Mehbub

কিছু প্রাকৃতিক নৈসর্গ



darsana border 06 september 2018 

এটা কি ফুল ?



24 april 2018 darsana

এক গাছে কত গোলাপ !!



২১ শে জানুয়ারী ২০১৮ , দত্তনগর ঝিনাইদহ 

এটার নাম কি ? 20 july 2018




দর্শনা ১৯ এপ্রিল ২০১৮



Darsana border Chuadanga 19 april 2018 

Wednesday, January 16, 2019

MY BOOK BLACK MAGIC(কালোজাদু) IMAGE

না পাঠক এটি কোন কালোজাদু বা তন্ত্রমন্ত্রের বই নয় । এই বইতে আমি দেখাতে চেষ্টা করেছি কিভাবে হাজার হাজার বছর পূর্ব থেকে শুরু হয়ে আজো আমাদের মাঝে ভিন্ন রূপে এই বিজ্ঞান ও প্রযুক্তির স্বর্ণযুগে টিকে আছে কালোজাদু । বলা যেতে পারে হাজার হাজার বছর ধরে চলে আসা অমিমাংসিত রহস্যগুলোর তথ্যপূর্ণ ও যৌক্তিক SECRET REVEALED টাইপের এক নিঃশ্বাসে পড়ে ফেলবার মত বই । এলেমেলো , খাপছাড়া লেখা মনে হতে পারে , কিন্তু পড়া শেষে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে , কিভাবে সুপ্রাচীন মানব সভ্যতার শুরু থেকে আজো পর্যন্ত এক রহস্যময় শক্তি , এক শক্তিশালী গুপ্তবিদ্যা যুগে যুগে নানা রূপে মানব সভ্যতা ও পৃথিবীকে নিয়্ত্রন করছে । গতানুগতিক বইয়ের বাইরে এক নতুন সাসপেন্স এর সন্ধান পেতে চাইলে , আপনার পাশে চলে বেড়ানো গুপ্তবিদ্যার ধারক রহস্য মানবদের চিনতে চাইলে বেস্ট বুক কালোজাদু THE BLACK MAGIC
প্রকাশকাল- সেপ্টেম্বর-২০১৮ ইং
অনলাইনে পাওয়া যাবে -https://evaly.com.bd/categories/other-books/brands/-3800/products/-black-magic





MY BOOK BLACK MAGIC (কালোজাদু)









Friday, October 12, 2018

মনোরম সৌন্দর্যের আধার চলনবিল



চলনবিলের মনোরম সৌন্দর্য সত্যিই আমাদের বিমোহিত করে দেয় , বর্ষার চলনবিল সত্যিই রূপসী বাংলার প্রতিচ্ছবি । ভিডিওটি দেখতে READ MORE এ ক্লিক করুন 

যমুনা নদী



যমুনা নদীর বিশালত্ব ও সৌন্দর্য সামনে থেকে না দেখলে বোঝা যায়না , এক কথায় ভয়ংকর সুন্দর নদী
ভিডিওটি দেখতে READ MORE এ ক্লিক করুন 

গন্ডার ও ভেড়ার বন্ধুত্ব

ভেড়া ও গন্ডার এর বন্ধুত্ব এ এক বিরল দৃশ্য , ঢাকা মিরপুর চিড়িয়াখানা থেকে এই বিশেষ মুহুর্ত ধারন করা সেপ্টেম্বর ২০১৮, ভিডিওটি দেখতে READ MORE এ ক্লিক করুন

Monday, May 21, 2018

BIO

জন্ম ১৯৯০ ইং সালে ইতিহাস ও ঐতিহ্যের শহর যশোরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে । শৈশব থেকে ইতিহাস ও রহস্যের প্রতি ভালোবাসা থেকেই কালোজাদু বইটি লেখা । টিনেজ এর শেষে প্রযুক্তি ও বিজ্ঞান নিয়ে বাংলাভাষার সর্ববৃহৎ দুটি কম্যুনিটি টি.টি সামুতেভার্চুয়াল  লেখালেখি তে হাতেখড়ি এবং আগ্রহের শুরুটা হলেও কর্ম ব্যস্ততা আর সময়ের অভাবে বাস্তবিক লেখক হিসেবে আত্বপ্রকাশের সুযোগ হয়নি ।পাস্টফিকশন’’ ধরনের বই কালোজাদু লেখকের প্রথম বই ।পাঠকের ভালোবাসাতে সিক্ত হয়ে রচনা করতে চান আরো পাঠকপ্রিয় মাস্টারপিস ।অতি আগ্রহের পাঠ্য বিষয় কম্পিউটার , কৃষি , বিজ্ঞান , রহস্য ,
ইউটিউব VLOGGING ও ইতিহাস ।*FACEBOOK  * YOUTUBE *WEBSITE * TWITTER*